Social Security Policy Support (SSPS) Programme

An initiative of the Cabinet Division and the General Economics Division (GED), Bangladesh Planning Commission, Government of Bangladesh
spot_img

শহরে দারিদ্র্য বাড়লেও সামাজিক সুরক্ষায় বড় বঞ্চনা

বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন সত্ত্বেও শহরাঞ্চলে দারিদ্র্যের বোঝা কমেনি, বরং বেড়েছে। সর্বশেষ পরিবার আয়-ব্যয় জরিপ (এইচআইইএস-২০২২) ও গবেষণা তথ্য বলছে, ২০১০ সালে নগরে দরিদ্র মানুষের সংখ্যা ছিল ৭৪ লাখ, যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭৯ লাখে। একই সময়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়েছে এক কোটি ৩৩ লাখ থেকে এক কোটি ৫৩ লাখে। অর্থাৎ শহর এখন দারিদ্র্য ও অর্থনৈতিক ঝুঁকির নতুন কেন্দ্র।

রাজধানীর শেরেবাংলানগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী ‘ন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল প্রোটেকশন ২০২৫’-এর দ্বিতীয় দিনের আলোচনায় এই বাস্তবতা উঠে এসেছে। সেখানে শহরে দারিদ্র্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

এম এ রাজ্জাক বলেন, ২০৪০ সালের মধ্যে শহরের জনসংখ্যা গ্রামের তুলনায় বেশি হবে।

Read More at কালের কণ্ঠ

Related Articles