Social Security Policy Support (SSPS) Programme

An initiative of the Cabinet Division and the General Economics Division (GED), Bangladesh Planning Commission, Government of Bangladesh
spot_img

সরকারের বিভিন্ন মেয়াদে (২০০৮-০৯ হতে ২০১৪-১৫) গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিসমূহ এবং এসবের ফলাফলের সময়ভিত্তিক তুলনামূলক পরিসংখ্যান

আমাদের সংবিধানে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে সমাজের আর্থসামাজিক মূলধারায় ফিরিয়ে আনার জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে রাষ্ট্রের মৌলিক দায়িত্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান সরকার এ লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২১ তথা রূপকল্প ২০২১-এ এবিষয়ে সুস্পষ্ট প্রতিফলন ও পথনির্দেশ আছে। গত দুই দশকের দারিদ্র্য বিমোচনের হারও ত্বরান্বিত হয়েছে। ২০০৫-০৯ মেয়াদে যেখানে দারিদ্য বিমোচনের হার ছিল গড়ে ১.৭%, ২০১০-১৪ মেয়াদে তা ছিল গড়ে ১.৮% ।

বর্তমান সরকারের ২০০৮-০৯ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত মেয়াদে এ খাতে প্রতি অর্থবছরে গড়ে ২২ হাজার কোটি টাকা ব্যয় করেছে। যা গড়ে বাজেটের ১৩.৮৩% এবং জিডিপির প্রায় ২.৩২% । এর ফলে প্রকল্প/কর্মসূচীরও বিস্তার ঘটেছে, উপকারভোগীর সংখ্যা ও সহায়তার খাত/প্রকৃতি ও পরিমাণও বেড়েছে। ২০০৮-০৯ অর্থবছরে যেখানে উপকারভোগীর সংখ্যা ছিল ৬৯৭.৭৯ লক্ষ জন, ২০১৪-১৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৭৭০.৬৫ লক্ষ জনে।

সাজাজিক নিরাপত্তা কার্যক্রমের বিস্তার এবং তা সফল ও কার্যকরী বাস্তবায়নের ফলে বিভিন্ন আর্থ সামাজিক সূচকেও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বব্যাংকের পরিসংখ্যানে দেখা যায় ২০০৬-১৪ মেয়াদে বৈশ্বিক গড় বৈষম্য সূচক (Gini Index) ৩৯.৯৪। সেখানে বাংলাদেশের গড় বৈষম্য সূচক ছিল ৩২.১২, যা আমাদের অনেক প্রতিবেশী ও তুলনীয় দেশের তুলনায় ইতিবাচক।

এ সকল ইতিবাচক ফলাফল সত্ত্বেও সরকার আরো ফলপ্রসূভাবে অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে সচেতনভাবে উন্নয়নমূলক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে ২০১৫ সালে সমন্বিত, সার্বজনীন ও জীবনব্যাপী প্ৰয়োজনানুগ সেবা প্রদানের লক্ষ্যে National Social Security Strategy of Bangladesh প্রণয়ন করা হয়। এই Strategy’র আলোকে সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে সুসংহত ও সমন্বিত তথা এর সংশ্লিষ্ট সেবা প্রদান পদ্ধতিকে দক্ষ, সাশ্রয়ী ও সহজ করার প্রচেষ্টা অব্যাহত আছে। এর সফল বাস্তবায়ন আমাদের রূপকল্প ২০২১ তথা SDG অর্জনে সাহায্য করবে।

Latest

Implementation of National Social Security Strategy (NSSS)

View Document Record Notes of Sreemangal Workshop The workshop on Implementation...