Social Security Policy Support (SSPS) Programme

An initiative of the Cabinet Division and the General Economics Division (GED) of Bangladesh Planning Commission, Government of Bangladesh
spot_img

প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশ প্রয়োজন

ডিজ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিবন্ধী ব্যক্তিদের রাষ্ট্রের সকল পর্যায়ে অংশগ্রহণ ও নেতৃত্বেও বিকাশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করেছে। ইউএনডিপি এবং ডিজ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশ, যা ২৭টি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কাজ করছে এমন সংগঠনসমূহের একটি নেটওয়ার্ক, আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তিদের দিবস উপলক্ষে আয়োজিত ‘একীভূত, প্রবেশগম্য ও টেকসইমূলক কভিড-১৯ থেকে উত্তরণে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও নেতৃত্বের প্রয়োজনীতা’- সেমিনারে এই দাবি জানায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি-এর নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

Read more on কালের কণ্ঠ

Related Articles